রাজনীতিআওয়ামী লীগ
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের
সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতায় না জড়াতে দলীয় নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলার আহবানও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, দেশের অব্যাহত উন্নয়ন যাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার কোন বিকল্প নেই। জনগণের জানমাল রক্ষায় সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, এগুলো তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল। দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। যারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে ভোটাররা তাদেরকে প্রত্যাখ্যান করেছে।