fbpx
প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শুরুতেই দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে মন্ত্রীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। পরে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রিসভার সদস্যরা।

নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেন সরকারপ্রধান। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কীভাবে মানুষকে বিক্ষুব্ধ করানো যায় সেই চক্রান্ত চলছে। ফলে দেশি-বিদেশি বৈরী পরিবেশের কথা মাথায় রেখেই, সকলকে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button