fbpx
সরকারবাংলাদেশ

জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস।

দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। পলক বলেন, কীভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্ঞানভিত্তিক অংশীদার হতে পারে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তা নিয়েও কথা হয়েছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকে ব্যবসা নিয়ে কথা বলা মানে, দুই দেশের সম্ভাবনার দুয়ার খুলছে। সম্পর্ক আরো সম্প্রসারিত ও ঘনিষ্ঠ হবে। এছাড়াও প্রতিমন্ত্রী পলক বলেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রধান উন্নয়ন সহযোগী দেশ। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় অনেক বিষয় জড়িত। আমাদের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের দেশে যুক্তরাষ্ট্রের অনেক বড় বিনিয়োগ রয়েছে। এ ছাড়া দেশটি থেকে আমাদের বিপুল রপ্তানি আয় আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button