আন্তর্জাতিকপ্রধানমন্ত্রী
মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে, বিশ্ব নেতাদের সাথে আলাদা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার অফ-এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র,কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরনের সাথেও বৈঠক করেন তিনি। সবাই বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের কথা জানান। পরে এক সংবাদ সম্মেলনে, বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।