fbpx
আন্তর্জাতিকপ্রধানমন্ত্রী

মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে, বিশ্ব নেতাদের সাথে আলাদা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার অফ-এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র,কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরনের সাথেও বৈঠক করেন তিনি। সবাই বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের কথা জানান।  পরে এক সংবাদ সম্মেলনে, বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button