বাংলাদেশ রেলওয়ের সেবার মান বাড়াতে সরকার কাজ করছে, বলে জানিয়েছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
সকালে ঈশ্বরদী রেলওয়ে লোকোসেড পরিদর্শনকালে, সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের রেলওয়ে নেটওয়ার্ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করে যাচ্ছে।
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যাত্রা রেলকে আধুনিকায়ন করার চেষ্টা অব্যাহত রয়েছে। জনবলকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করার পাশাপাশি রেলওয়ের সার্বিক উন্নয়নের আশা প্রকাশ করেন মন্ত্রী।