আন্তর্জাতিক
স্পেনে বহুতল বাসভবনে আগুন, নিহত ৪
পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি বহুতল বাসভবনে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছে। ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার ১৪ তলা ভবনের চার তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে প্রবল বাতাসের কারণে আধা ঘণ্টার মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
ভ্যালেন্সিয়া অঞ্চলের জরুরি পরিষেবার উপপ্রধান বলেছেন, আপাতত কাঠামো ভেঙে পড়ার কোনও ঝুঁকি নেই, তবে অগ্নিনির্বাপক কর্মীরা বাইরে থেকে কাজ করছে। কত লোক নিখোঁজ হয়েছে তা বলা কঠিন।
ভবনটিতে অনেকগুলো ফ্ল্যাট ছিল। এখানে অনেক বিদেশি নাগরিকরাও থাকতেন যাদের অবস্থান চিহ্নিত করা আরও কঠিন।
এন আর/ বাংলা টিভি