fbpx
দেশবাংলা

দিনাজপুরের হিলিতে মারা যাচ্ছে খামারের মুরগি, কমেছে ডিমের উৎপাদন

তীব্র তাপপ্রবাহে দিনাজপুরের হিলিতে হিটস্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি। ফলে কমেছে ডিমের উৎপাদন। নানা রকম ওষুধ প্রয়োগ কোরেও মুরগি বাঁচানো যাচ্ছে না। লোকসানের মুখে পড়তে হচ্ছে খামারীদের। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে দেয়া হচ্ছে, সব ধরনের পরামর্শ।

টানা কয়েকদিন ধরেই, দিনাজপুরের হিলিতে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পোল্ট্রি খামারে। ঘনঘন বিদ্যুতের লোডশেডিং এবং অতিরিক্ত গরমের কারনে খামারেই মারা যাচ্ছে মুরগি। টানা ১০ দিনের তাপপ্রবাহে ব্যাপক ক্ষতি হয়েছে খামারগুলোতে। এমন পরিস্থিতিতে খামারিদের রক্ষায় সরকারি সহায়তার দাবি তাদের।

আগে ৩ বেলা পানি স্প্রে করা হলেও, এখন খামারে ৪-৫ বার স্প্রে করা হচ্ছে। এতেও ক্ষতির মুখে পড়ছেন তারা। গরমের কারণে মুরগির ডিমের উৎপাদনও অর্ধেকে নেমেছে। এতে করে ডিমের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়, বেকায়দায় পড়েছেন খামারীরা।

এদিকে, মুরগির খামারে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে, উঠান বৈঠকসহ নানারকম পরামর্শ দিয়ে যাচ্ছে, উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।

এই উপজেলায় ১৫০টির বেশি ছোট-বড় মুরগির খামার রয়েছে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button