fbpx
প্রধানমন্ত্রী

দিল্লি সফরে শেখ হাসিনা, যোগ দেবেন নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে

সরকারি সফরে নয়াদিল্লিতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রোববার যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে। লোকসভা নির্বাচনে বিজয়ের পর টানা তৃতীয় মেয়াদে সরকারের দায়িত্বগ্রহণ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। ১০টা ১৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট।

নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের বিশেষ ফ্লাইটটি দিল্লির স্থানীয় সময় বেলা ১১টা ৫১ মিনিটে ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র সচিব মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোঃ মুস্তাফিজুর রহমান।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button