আওয়ামী লীগ
দেশকে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নেয়ার লক্ষ্যেই এবারের বাজেট: কাদের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নেয়ার লক্ষ্যেই এবারের বাজেট দেয়া হয়েছে, বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে, তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতিবিদরাও এখন বিভক্ত।
বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কন্ঠেই শোনা যাচ্ছে, বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিলো।
বাংলা টিভি / বুলবুল