fbpx
প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদির শপথ সন্ধ্যায়, থাকবেন শেখ হাসিনাসহ আন্তর্জাতিক নেতারা

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ সন্ধ্যায় তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আন্তর্জাতিক নেতৃবৃন্দ।

শপথ অনুষ্ঠানকে ঘিরে দিল্লির রাষ্ট্রপতি ভবন এবং বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের শপথগ্রহণ উপলক্ষে দিল্লিকে একটি বহু-স্তর কড়া নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও শ্রীলঙ্কা,মালদ্বীপ,ভুটান,নেপাল,মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ৮ হাজারের বেশি আমন্ত্রিত অতিথি থাকবেন শপথ অনুষ্ঠানে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু কর্তৃক আয়োজিত ভোজসভায় যোগ দেবেন অতিথিরা।

 

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button