fbpx
দেশবাংলাবাংলাদেশ

দাম কমছে না পেঁয়াজের, পাল্লা দিয়ে বাড়ছে আদা ও রসুনের দাম

বাজারে প্রচুর পেঁয়াজের আমদানি থাকলেও দাম কমছে না। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি আবারো বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে দাম বাড়ছে আদা ও রসুনের। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মাছের বাজারে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যেই, এবার পাল্লা দিয়ে দাম বাড়লো আদা ও রসুনের। প্রতিনিয়ত দাম বৃদ্ধির ফলে, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষ।

দেশি পেঁয়াজের দাম কিছুটা কমলেও, আবারও কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। এ নিয়ে ক্রেতাদের ক্ষোভ থাকলেও বিক্রেতাদের রয়েছে নানা অজুহাত।

অন্যদিকে, আদা ও রসুন বিক্রি হচ্ছে চড়া দামে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে আদা ২২০ টাকা, আর রসুন বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে।

তবে মাছের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে ইলিশ সহ অন্যান্য মাছের দাম কেজিতে কমেছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

অপরিবর্তিত রয়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button