রাজনীতিজাতীয় পার্টি
আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন জাতীয় পার্টির
![আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন জাতীয় পার্টির 1 chunnu](https://banglatv.tv/wp-content/uploads/2023/11/chunnu.png)
আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখছে জাতীয় পার্টি। ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলে জানান, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ (বুধবার) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেন তিনি। চুন্নু বলেন, নির্বাচন কমিশন এবং সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তারা। আসন ভাগাভাগি নিয়ে কারও সাথে আলোচনা হয়নি বলেও জানান জাতীয় পার্টির মহাসচিব। এদিকে, ৩য় দিনের মত মনোনয়ন ফরম বিক্রি করছে জাতীয় পার্টি। সকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়। এসময় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা ফরম সংগ্রহ করেন ও জমা দেন।