fbpx
বাংলাদেশসরকার

যুক্তরাষ্ট্র সরকার বললেই পোশাক রপ্তানি বন্ধ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার সরকার বললেই পোশাক রপ্তানি বন্ধ হবে না জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতিতে বাংলাদেশের পোশাকখাতে কোনো প্রভাব পড়বে না। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আমেরিকায় সরকার বললেই ব্যবসা বন্ধ হয় না জানিয়ে এসময় মন্ত্রী বলেন, শ্রমনীতিতে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।  ব্যবসা হয় মূলত দুই দেশের প্রাইভেট উদ্যোগে। মন্ত্রী আরও বলেন, এখন কী হবে না হবে আমি জানি না। তবে আমি এও বিশ্বাস করি যুক্তরাষ্ট্রে সরকার বললেই পণ্য যাওয়া বন্ধ হয় না। কারণ সেখানে বেসরকারি খাত পণ্য কেনে। তারা সরকারকে অনেক সময় পাত্তাই দেয় না। তারা কেনে কারণ তারা জিনিস সস্তায় পায়।

এছাড়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি রুটিন বৈঠক।

সংশ্লিষ্ট খবর

Back to top button