রাজধানীঅন্যান্যজাতীয় পার্টিরাজনীতি
এককভাবেই লড়বে জাপা: মুজিবুল হক চুন্নু
জোট, মহাজোট নয়, সংসদের ৩’শ আসনে এককভাবে জাতীয় পার্টি লড়বে বলে জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, আসন ভাগাভাগি নয় নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকে বসবেন তারা।
এরআগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের খবরটি সঠিক নয় বলেও বলেন মুজিবুল হক চুন্নু।