fbpx
শোক সংবাদঅন্যান্যদেশবাংলা

কিশোরগঞ্জের মহিয়সি নারী জামিলা খাতুন আর নেই

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্পদামপাড়া গ্রামের মরহুম মাওলানা হাফিজ উদ্দিন আহাম্মদের সহধর্মিণী মোসাম্মাৎ জামিলা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)। তিনি মরহুম মাওলানা নূরুল ইসলাম জিহাদি এবং ইতিহাসবিদ, লেখক ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলামের মাতা।

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় যশোদলের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর। বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে কিশোরগঞ্জের মহিয়সি এই নারীকে দাফন করা করা হয়।

WhatsApp Image 2024 02 11 at 7.47.38 PM
সম্বর্ধ্বনা পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে জামিলা খাতুন

প্রসঙ্গত, শতবর্ষী জামিলা খাতুন ছিলেন অত্যন্ত স্মৃতিধর একজন নারী। তিনি বাংলা ভাষা ছাড়াও আরবী, উর্দু, ফারসি ও নাগরী ভাষায় দক্ষ জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ঐতিহাসিক বৌলাই বাড়িতে ২০০৮ সালে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে দীর্ঘ বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে নেন।

২০১৭ সালে বাংলাদেশের ইরান দূতাবাস তাঁকে স্মৃতিমান মহিয়সী নারী হিসেবে সম্বর্ধ্বনা প্রদান করে। দূতাবাসেও তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। তাঁর বেশ কিছু লেখা বিভিন্ন পত্র-পত্রিকাতেও ছাপা হয়েছে। মহিয়সী এই নারীর আত্মজীবনীমূলক একটি বই ছাপার অপেক্ষায় রয়েছে।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button