
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে। তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে। শুক্রবার ঢাকার বছিলার লাউতলা খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ কার্যক্রমে ডিএনসিসির সাথে যুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের এক হাজার ৫০০ সদস্য। পরে হাতে গ্লাভস পরে মেয়র নিজেই ময়লা আবর্জনা পরিষ্কারে খালে নেমে যান।
এর আগে, বছিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের শপথ বাধ্য পাঠ করান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
এন আর/ বাংলা টিভি