fbpx
দেশবাংলা

মেহেরপুরে জিরা চাষে আলোচনায় নারী উদ্যোক্তা, ভালো ফলনের আশা

মেহেরপুরে জিরা চাষ করে এবার তাক লাগিয়েছেন এক নারী। তার ক্ষেতের জিরা গাছ ভরে গেছে ফুলে ফুলে। তাই ভালো ফলনও আশা করছেন তিনি। মশলাজাতীয় ফসল জিরার বাণিজ্যিক চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন স্থানীয় কৃষি বিভাগ।

কৃষির জন্য খ্যাত জেলা মেহেরপুর। এ জেলার মাটি ও আবহাওয়া সবজিসহ সব ফসলের উপযোগী হওয়ায় পরীক্ষামুলক জিরা চাষ করেছেন সদর উপজেলার ময়ামারি  গ্রামের খাজা মিয়ার স্ত্রী ছালেহা খাতুন। স্থানীয় একটি দোকান থেকে ইরানি জাতের ১০০ গ্রাম জিরার বীজ সংগ্রহ করেন। বাড়ির পাশের একটি ছয় শতক জমিতে জিরা বীজ বপন করেন তিনি।

বর্তমানে প্রতিটি জিরা গাছ হলুদ ফুলে ভরে উঠেছে। জমি পরিচর্যা থেকে শুরু করে এ পর্যন্ত খরচ হয়েছে ৫ থেকে ৬ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় খরচের তুলনায় অধিক পরিমাণ লাভের আশা করছেন তিনি।

ছালেহা খাতুনের জিরা চাষ দেখে এলাকার অনেকেই এখন আগ্রহী হচ্ছে।

জিরার আমদানি নির্ভরতা কমাতে স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button