fbpx
Uncategorized

প্রত্যেকটি মানুষ সাইবার বুলিং এর শিকার: তথ্য প্রতিমন্ত্রী

প্রত্যেকটি মানুষ সাইবার বুলিং এর শিকার বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

বিকেলে ঢাকা ক্যান্টমেন্টে সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে,স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরোও বলেন স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে সাইবার আক্রমণ বাধা হয়ে আবির্ভূত হতে পারে সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ অদূর ভবিষ্যতে এই ধরনের আরো হামলার সম্মুখীন হতে পারে। এজন্য শিক্ষার্থীসহ সকলকে সাইবার হুমকি মোকাবেলায় রুটিন পরীক্ষা, ডায়াগনস্টিক পদ্ধতিগুলিকে শক্তিশালী করার কথা বলেন।

এসময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সহ আইসিটি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button