fbpx
Uncategorized

খালেদা জিয়াকে বিদেশে না পাঠানোর সিদ্ধান্ত দিয়ে সরকার ভুল ব্যাখ্যা দিচ্ছে না: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানোর সিদ্ধান্ত দিয়ে, সরকার আইনের কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার(৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারবে না বলেই, বিএনপি নির্বাচনে যেতে চায় না। এ সময় বিয়ে করলে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবে না—এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, বাসে ছাত্র-ছাত্রীরা একসাথে বসতে পারবে না, এগুলো দুঃখজনক। এছাড়া আন্দোলনের নামে দেশে আর কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। বলেন, আওয়ামী লীগ মাঠে রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button