fbpx
Uncategorized

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙ্গতে জোরালো ভূমিকা রাখবে পুলিশ: ডিএমপি কমিশনার

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙ্গতে জোরালো ভূমিকা রাখবে পুলিশ, জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বৃহষ্পতিবার (১২ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি একথা বলেন।

হাবিবুর রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিমের সাথে পুলিশও তৎপর থাকবে, যাতে করে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। বাজার সিন্ডিকেট ও অপতৎপরতা সমূলে নষ্ট করতে পুলিশ বদ্ধপরিকর।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, বারবার সতর্ক পরও বিভিন্ন অযহাতে অনেকে ব্যবসায়ী নিয়ম মানছে না, কারসারি করে নিত্যপন্যের বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন আর রশীদ, ডিএমপির ৫০ থানার ওসি, ৮ বিভাগের ডিসি, ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button