fbpx
Uncategorized

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে ‘সাময়িকভাবে’ নিয়োগ পেয়েছেন অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ নিয়োগ দিয়েছেন।

আজ রোববার (১৫ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক মাকসুদ কামাল বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান ভিসির মেয়াদ শেষ হবে আগামী মাসের শুরুতে।

নতুন উপাচার্য মাকসুদ কামাল ২০২০ সালের জুন মাস থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক।

সংশ্লিষ্ট খবর

Back to top button