fbpx
Uncategorized

আওয়ামী লীগ-বিএনপিকে ২০ শর্তে সমাবেশের অনুমতি

’রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। যদিও দুদলকে জুড়ে দেওয়া হয়েছে ২০ শর্ত।

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেন, ‘২০ শর্তে আগামীকাল নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ। তবে, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’

এর আগে সদরদপ্তরে নিজ কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খ. মহিদ উদ্দিন বলেছিলেন, ‘‌বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে, দুই ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button