fbpx
Uncategorized

গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা; ছাত্রদল নেতা আটক

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা সৃষ্টির অভিযোগে গাজীপুরে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

গ্রেপ্তারকৃত রিপন হোসেন কালিয়াকৈর উপজেলার বড়ই ছুটি গ্রামের সুরুজ আল মামুনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ কমিশনার বলেন, সফিপুর এলাকায় লিডা ও ফর্টিস কারখানায় লাঠি সোটা নিয়ে দুস্কৃতিকারীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রিপনকে শনাক্ত করা হয়। ঘটনার পর রিপন এলাকা থেকে পালিয়ে যান এবং মোবাইল ফোন বন্ধ রাখেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গতকাল গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার হাজারিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন ৩০ অক্টোবর কোনাবাড়ি এলাকায় এবিএম ফ্যাশন কারখানার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বলে জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে। দলীয় আন্দোলনকে প্রভাবিত করার জন্য তিনি ও তার সহযোগীরা শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে কারখানায় আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

/গাজীপুর থেকে শহিদুল ইসলাম

সংশ্লিষ্ট খবর

Back to top button