Uncategorized
নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি প্রাধাণ্য পাবে
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি প্রাধাণ্য পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ভোক্তা অধিকার সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসয়য় বানিজ্য মন্ত্রী আরও বলেন, সমন্নিত উদ্যোগ ছাড়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়।
অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক এইচ এম সফিকুজ্জামান জানান, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে।