Uncategorized
মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী
মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের আয়োজনে, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিকরা দেশের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। তারা দেশের অগ্রসর নাগরিক। দেশে বর্তমানে যে অগ্নিসন্ত্রাস হচ্ছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান হাছান মাহমুদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদুল আলমসহ অন্যরা।