fbpx
Uncategorized

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ডিবি পুলিশ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কালোবাজারি, মজুতদার ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে ডিবি পুলিশ।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশিচিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। এটা অব্যাহত থাকবে। বলেন, কেউ যদি কালোবাজারি করে পেঁয়াজ মজুত করে, বেশি দামে বিক্রির পাঁয়তারা করে, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।

গত শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে কয়েক দফায় প্রায় দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজের দাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button