fbpx
দেশবাংলাবিনোদনমূলক অনুষ্ঠান

মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের ফ্যামিলি ডে

বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের ফ্যামিলি ডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের পলাশপুরের নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা এসএম আবুল হোসেনের নেতৃত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্রাব) সাবেক উপদেষ্টা ইকরামুল কবির টিপু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এমএম বাদশাহ।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি দিপু সারোয়ার,হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়ার সমাজসেবক দেওয়ান মতিন, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমাজসেবক কাজী সামছুল আলম বিন্দু উপস্থিত ছিলেন।

শুরুতে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অতিথিদের স্বাগত জানান। সংগঠনের অন্যতম জেষ্ঠ্য উপদেষ্টা শহীদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলা-ধূলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button