fbpx
সরকার

ডোনাল্ড লু’র ঢাকা সফরে বিভিন্ন বিষয়েই আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশ সফর করুক না কেন, দিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করা হবে- বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘পদ্মা ব্রিজ : অ্যান এপিক অ্যাকমপ্লিশমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে, সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান মন্ত্রী। এসময় হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরে ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা হবে।

সেইসঙ্গে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মার্কিন ভিসানীতি সহজীকরণে বিষয়েও কথা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button