fbpx
সরকার

দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহবান রাষ্ট্রপতির

সরকারের নানামুখী সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে লায়ন সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। যেকোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রাষ্ট্রপতি।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট-৩১৫ বাংলাদেশ’এর ৩৭তম বার্ষিক কনভেনশন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে বক্তৃতায়, দেশ সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়ন সদস্যদের অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানবকল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন্স ক্লাব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতার এ ধারা অব্যাহত রাখতে হবে।

২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি লায়ন সদস্যদেরকে এগিয়ে আসার আহবান জানান রাষ্ট্রপ্রধান।

বাংলা টিভি  /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button